রাজবাড়ী জেলা কৃষক লীগের আহ্বায়ক আবু বক্কর খানকে (৪৪) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বেলা পৌনে ৪টার জেলার সদর উপজেলার বরাট ইউনিয়নের নবগ্রাম গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃত বক্কর রাজবাড়ী জেলা কৃষক লীগের আহ্বায়ক। তিনি বরাট ইউনিয়নের নবগ্রাম গ্রামের নাজির খানের ছেলে।
জানা গেছে, গত বছরের ১৮ জুলাই বিকালে কোটা সংস্কার আন্দোলনে ছাত্র, অভিভাবক ও শিক্ষকেরা রাজবাড়ী শহরের বড়পুল মোড়ে অবস্থান নেন। সেখানে আন্দোলন চলাকালে ছাত্র জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের অভিযোগে গত ৩০ আগস্ট শিক্ষার্থী রাজিব মোল্লা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করেন। মামলায় রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীসহ ১৭০ জনকে আসামি করা হয়। ওই মামলায় আবু বক্কর খানকে গ্রেফতার করেছে পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. মফিজুল ইসলাম বলেন, রাজবাড়ী সদর থানায় শিক্ষার্থীদের ওপর হামলা ও গুলিবর্ষণের মামলায় আবু বক্কর খানকে শনিবার বিকালে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। রাতেই তাকে রাজবাড়ী সদর থানায় প্রেরণ করা হবে। সেখান থেকে রবিবার সকালে গ্রেফতারকৃত বক্কর খানকে আদালতে প্রেরণ করা হবে।
বিডিপ্রতিদিন/কবিরুল