ফরিদপুরের নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) ভারপ্রাপ্ত সভাপতি ও নগরকান্দার পুরাপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. সোবহান মিয়া (৭৫), ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউনুস আলী (৬১) এবং উপজেলা শ্রমিক লীগের সভাপতি লিয়াকত আলীকে (৪৬) গ্রেফতার করেছে নগরকান্দা থানা পুলিশ।
পুলিশ জানায়, শনিবার (১৫ নভেম্বর) রাত ৮টার দিকে পুরাপাড়া ইউনিয়নের পুরাপাড়া বাজার থেকে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. সোবহান মিয়াকে গ্রেফতার করা হয়। এর দেড় ঘণ্টা আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একই বাজার থেকে গ্রেফতার করা হয় পুরাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউনুস আলীকে। অপরদিকে, নগরকান্দা বাজার এলাকার ছাগলদী বাসস্ট্যান্ড এলাকা থেকে রাত ৮টার দিকে নগরকান্দা উপজেলা শ্রমিক লীগের সভাপতি লিয়াকত আলীকে গ্রেফতার করা হয়।
পুরাপাড়া ইউনিয়নের ইউপি সদস্য (মেম্বার) রবিউল ইসলাম খান বলেন, নগরকান্দা থানা পুলিশ আওয়ামী লীগের ওই তিন নেতাকে গ্রেফতার করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, গ্রেফতার হওয়া আওয়ামী লীগের ওই তিন নেতাকে ভাঙ্গা থানায় হামলার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
বিডি প্রতিদিন/কেএইচটি