নারায়ণগঞ্জে দাঁড়িয়ে থাকা বাসে ও পিরোজপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ছাড়া ফরিদপুরে গ্রামীণ ব্যাংকেও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। গতকাল রাজধানীর হাতিরঝিলে একটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। এ সময় একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়।
জানা গেছে, সন্ধ্যা ৬টায় হাতিরঝিলে ককটেল বিস্ফোরণের পর একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়। পুলিশ জানায়, হাতিরঝিলের মধুবাগ ব্রিজে দুর্বৃত্তরা একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ঘটনাস্থলে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়। যদিও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ছাড়া নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি মিনিবাসে আগুন লাগানো হয়। এতে বাসটি ভস্মীভূত হয়ে যায়। গতকাল সকাল ৬টায় সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, শুক্রবার রাত ১০টায় নাফ পরিবহনের মিনিবাসটি মহাসড়কের ওপর রেখে চালক চলে যান। রাতভর বাসটি সেখানেই ছিল। ভোরে স্থানীয়রা বাস থেকে ধোঁয়া উঠতে দেখে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগে বাসটির ভিতরের সব সিট ও কাচ পুড়ে যায় এবং ব্যাপক ক্ষতি হয়। তিনি বলেন, আগুনটি পরিকল্পিত ছিল, নাকি বাসের যান্ত্রিক ত্রুটি থেকে আগুন লেগেছে এ বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে ফরিদপুরের মধুখালীতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় মধুখালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শুক্রবার গভীর রাতে উপজেলার রায়পুর ইউনিয়নের মাঝকান্দিতে গ্রামীণ ব্যাংকের রায়পুর শাখায় এ ঘটনা ঘটে। রায়পুর শাখার দ্বিতীয় শাখা ব্যবস্থাপক বাবুল হোসেন বলেন, দুর্বৃত্তরা ন্যাকড়ায় পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে ব্যাংকের মূল দরজা দিয়ে ভিতরে দেওয়ার চেষ্টা করে।
জানালা দিয়েও ভিতরে আগুন দেওয়ার চেষ্টা করে। কিন্তু ভিতরে আগুন না লাগায় ক্ষয়ক্ষতি হয়নি। সকালে ঘটনাটি দেখার পর থানায় জিডি করেছি। মধুখালী থানার ওসি এস এম নুরুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কে বা কারা আগুন দিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পিরোজপুর প্রতিনিধি জানান, সেখানে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে অজ্ঞাত দুর্বৃত্তরা রাতের আঁধারে অগ্নিসংযোগ করে। আগুনে স্মৃতিস্তম্ভের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল ভোররাতের কোনো এক সময় দাহ্য পদার্থ ব্যবহার করে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়েছে বলে স্থানীয়দের ধারণা। সকালে জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পিরোজপুরের পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের জানান, এ ঘটনায় ঘটনাস্থলে নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।