নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মিনিবাস, সিএনজি অটোরিকশা এবং একটি ফুটওভারব্রিজে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় অজ্ঞাতনামা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৫৭ জন নেতাকর্মীসহ দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের হয়েছে।
শনিবার মধ্যরাতে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা তিনটি দায়ের করা হয়। রবিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম।
ওসি জানান, হামলাকারীদের শনাক্তে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও যাচাই করা হচ্ছে। পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহের কাজ চলছে।
শনিবার ভোরে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল সওজ অফিসের সামনে পার্কিং অবস্থায় থাকা নাফ পরিবহনের একটি মিনিবাসে হামলা করে আগুন ধরিয়ে দেওয়া হয়। চালক সোহাগ মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি দেখেন পুরো মিনিবাসটি পুড়ে গেছে। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে পুড়ে যাওয়া বাসটি জব্দ করে।
অপরদিকে গত ১২ নভেম্বর রাতে জালকুড়ি এলাকায় সিএনজিতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। সিএনজি চালক বাবুল মিয়া জানান, দুই যাত্রী নিয়ে ওই এলাকায় পৌঁছালে ২০/২৫ জন ব্যক্তি রাস্তা অবরোধ করে ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় তারা ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিতে থাকে। পরে হামলাকারীরা তার সিএনজিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে তার প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। সিএনজিটি পরে জব্দ করা হয়।
এছাড়াও একই রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মাদানীনগর এলাকায় ফুটওভার ব্রিজে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এসময় একজনকে আটক করে পুলিশের সোপর্দ করে স্থানীয়রা। ঐ ঘটনায় দায়েরকৃত মামলায় দুইজনকে এজহার নমীয় ছাড়াও ১০/১৫ জন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের অজ্ঞাতনামা ব্যক্তিদেরকে আসামী করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আশফাক