খুলনা মহানগরীর করিমনগরে আলাউদ্দিন মৃধা (৩৫) নামে এক যুবককে গুলি ও জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার রাতে নিজ বাসার বারান্দায় স্ত্রীর সামনে খুনের শিকার হন আলাউদ্দিন।
তিনি ওই এলাকার বাসিন্দা মনা মুন্সির ছেলে।
জানা যায়, সন্ধ্যায় নিহত আলাউদ্দিন স্ত্রীসহ নিজ ঘরের বারান্দার সিঁড়িতে বসে কথা বলছিলেন। এ সময় ছয়-সাত জন সশস্ত্র দুর্বৃত্ত বাড়িতে ঢুকে আলাউদ্দিনের সঙ্গে কথা বলতে বলতে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। দুটি গুলি তার বুকে ও পেটে বিদ্ধ হয়। পরে তারা ধারাল ছুরি দিয়ে তার গলায় আঘাত করলে ঘটনাস্থলেই আলাউদ্দিনের মৃত্যু হয়।
পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা উদ্ধার করেছে।
পুলিশ জানায়, নিহত আলাউদ্দিন মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন। মাদক মামলায় সে কারাগারে ছিলেন। কিছুদিন আগে জামিনে মুক্ত হয়েছিলেন।
বিডি-প্রতিদিন/আশফাক