রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক আবদুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমনকে হত্যা এবং পরিবারের ওপর হামলার প্রতিবাদে গাইবান্ধায় আদালত চত্বরে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। গতকাল জেলা অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের এই কর্মসূচির আয়োজন করেছে।
এ টি এম শরিফুজ্জামানের সঞ্চালনায় বক্তৃতা করেন সেকেন্দার আযম আনাম, আবদুল হালিম প্রামাণিক, সিরাজুল ইসলাম বাবু প্রমুখ।