গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) রবিবার ও সোমবারের সব ধরনের পরীক্ষা ও ক্লাস স্থগিত করা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয় খোলা থাকবে। শনিবার রাতে অনলাইন আলোচনায় সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে। জনসংযোগ দপ্তরের পরিচালক আবদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়। নোটিশে বলা হয়েছে, পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত ক্লাসের বিষয়ে সংশ্লিষ্ট ডিন ও সভাপতি সিদ্ধান্ত নেবেন। শিক্ষকরা প্রয়োজনে অনলাইনে ক্লাস নিতে পারবেন।