আগেই বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছিল ইংল্যান্ড। তবে শেষ রাউন্ডেও ধরে রেখেছে নিজেদের জয়যাত্রা। আলবেনিয়ার মাঠে রবিবার রাতে ২-০ গোলের জয় তুলে নিয়েছে গ্যারেথ সাউথগেটের দল, যেখানে দুই গোলই এসেছে হ্যারি কেইনের পা থেকে।
এ ম্যাচে জোড়া গোল করে বাছাইপর্বে আট ম্যাচে আট গোল পূর্ণ করলেন কেইন। দুর্দান্ত ফর্মে থাকা এই স্ট্রাইকার জাতীয় দলের হয়ে ১১২ ম্যাচে গোলের সংখ্যা নিয়ে গেলেন ৭৮-এ।
আট ম্যাচে পূর্ণ ২৪ পয়েন্ট নিয়ে ‘কে’ গ্রুপের শীর্ষে থেকে বাছাইপর্ব শেষ করেছে ইংল্যান্ড। ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা আলবেনিয়াকে প্লে-অফে যেতে হবে বিশ্বকাপের টিকিট পেতে।
বিডি প্রতিদিন/মুসা