নারায়ণগঞ্জের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সম্ভাব্য বিশৃঙ্খলা প্রতিরোধে অবস্থান কর্মসূচি পালন করেছে নারায়ণগগঞ্জ জেলা ও মহানগর জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। একই সাথে তারা কিছুক্ষণ পরপর মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করছেন।
সোমবার (১৭ নভেম্বর) সকাল থেকেই চব্বিশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির রায় ঘোষণাকে কেন্দ্র করে তারা এই অবস্থান নিয়েছেন।
নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল জব্বার ও সেক্রেটারী ইঞ্জিনিয়ার মনোয়ার হোসাইনের নেতৃত্বে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
এ বিষয়ে মাওলানা আবদুল জব্বার বলেন, ‘মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত শেখ হাসিনার রায় ঘোষণা হচ্ছে আজ। আমরা ন্যায় বিচার প্রত্যাশা করি। সেই সাথে এই রায়কে কেন্দ্র করে যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড রুখে দেয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি।’
বিডি-প্রতিদিন/জামশেদ