ঢাকা–নারায়ণগঞ্জ লিংক রোডের জেলা পরিষদ এলাকায় সড়কে থামিয়ে রাখা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার (১৬ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে ‘আল্লাহ ভরসা’ নামের বাসটিতে আগুন জ্বলতে দেখা যায়।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন। আগুনে বাসের কয়েকটি সিট পুড়ে যায়।
বাসচালক নাসির বলেন, ‘কে বা কারা আগুন দিয়েছে দেখতে পাইনি। ঘুমিয়ে ছিলাম। সড়কের পাশে আর গাড়ি পার্কিং করবো না।’
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহজাহান মিয়া জানান, শ্রমিক পরিবহনকারী বাসটি সড়কের পাশে দাঁড় করিয়ে চালক ও হেলপার ঘুমিয়ে ছিলেন। বাসের চালকের সিটের সামনে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন। দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে। ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি, তবে কয়েকটি সিট পুড়ে গেছে।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, স্থানীয়দের দ্রুত ব্যবস্থা নেওয়ায় বাস বড় ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে। কারা আগুন দিয়েছে তা শনাক্তে তদন্ত চলছে।
বিডি-প্রতিদিন/জামশেদ