রাজধানীর বংশালে একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৪ জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে ৩ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
রবিবার দিবাগত রাত দেড়টার দিকে বংশাল সিক্কাটুলি মাজার গলির একটি বাড়ির নিচতলায় এ ঘটনা ঘটে।
দগ্ধরা জানান, রাতে জুতার কাজ করার সময় কারখানার ভেতরে হঠাৎ আগুন ধরে যায়। এসময় তারা ৪ জন দগ্ধ হন। তবে নিজেরাই আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হন। পরবর্তী সময়ে স্থানীয়রা তাদেরকে হাসপাতালে নিয়ে যায়।
কর্মীদের ধারণা, জুতার আঠার গ্যাসের মাঝে বিদ্যুতের শর্টসার্কিট থেকে এই আগুনের ঘটনা ঘটেছে।
বার্ন ইউনিটের চিকিৎসকরা জানান, দগ্ধ তিনজনের মধ্যে আমির উদ্দিনের শরীরের ৭ শতাংশ, আইন উদ্দিনের ২০ ও রুমানের ৪৫ শতাংশ পুড়ে গেছে।
আরেক দগ্ধ রবিনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তার অবস্থা গুরুতর।
বিডি-প্রতিদিন/এমই