আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খলা রোধে মাদারীপুরে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। রবিবার (১৬ নভেম্বর) বিকেল থেকে জেলা শহরজুড়ে টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) জাহাঙ্গীর আলম জানান, বিশেষ নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে বিজিবি মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বিজিবির সদস্যরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের অধীনে দায়িত্ব পালন করছেন।
জানা গেছে, আজ সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলার রায় ঘোষণা করা হচ্ছে। এ রায়কে কেন্দ্র করে দলটির শীর্ষ নেতারা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছেন। ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে এরই মধ্যে মাদারীপুরের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, গাছ ফেলে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভের ঘটনা ঘটে, যার ফলে সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রবিবার বিকেল থেকেই পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি যৌথভাবে টহল শুরু করে। সোমবারও শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা—বাসস্ট্যান্ড, নতুন বাজার, পুরান বাজার এলাকা ও প্রধান সড়কগুলোতে বিজিবি, সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া টহল দেখা গেছে।
মাদারীপুর সদর থানার ওসি আদিল হোসেন জানান, কোথাও কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে দ্রুত ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে রক্ষাকারী বাহিনী। শহরের বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, যান চলাচল স্বাভাবিক রয়েছে, দোকানপাট খোলা এবং জনজীবন স্বাভাবিক। বর্তমানে কোথাও কোনো অঘটন ঘটেনি বলেও নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বিডি-প্রতিদিন/জামশেদ