ব্রাহ্মণবাড়িয়ায় মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার বিকেলে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে আলোচনা সভা আয়োজন করে ভাসানী চর্চা কেন্দ্র।
সংগঠক অ্যাডভোকেট আবদুন নূরের সভাপতিত্বে ভাসানীর কর্মময় জীবনের নানাদিক নিয়ে বক্তব্য রাখেন কেন্দ্রের সদস্য বীর মুক্তিযোদ্ধা মতিলাল বণিক।
সভার শুরুতে মজলুম জননেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। বক্তারা বলেন, মওলানা ভাসানী ছিলেন নিপীড়িত নির্যাতিত মানুষের আপসহীন কণ্ঠস্বর। তিনি আজীবন সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদ, সামন্তবাদের বিরুদ্ধে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক সমাজ গঠনের জন্য লড়াই সংগ্রাম করেছেন।
সভায় আইনজীবী ও জেলা সিপিবির সাবেক সভাপতি সৈয়দ মো. জামাল, সিপিবির সম্পাদক মন্ডলীর সদস্য আহমেদ হোসেন, জেএসডির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তৈমুর রেজা মো. শাহজাদসহ অন্যরা বক্তব্য রাখেন।
বিডি-প্রতিদিন/এমই