আগামী বছরের ১১ জুন থেকে কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ৪৮ দলের ফিফা বিশ্বকাপে নরওয়ে স্থান করে নিয়েছে। ইতালিকে রবিবার ৪-১ গোলে হারিয়ে ইউরোপীয় বাছাইপর্ব থেকে নরওয়ে বিশ্বকাপে পঞ্চম দল হিসেবে উঠে এসেছে। এর আগে ইংল্যান্ড, পর্তুগাল, ক্রোয়েশিয়া ও ফ্রান্স সরাসরি টিকেট নিশ্চিত করেছিল।
২০২৬ বিশ্বকাপে এখনো ১৬টি জায়গা বাকি রয়েছে। এর মধ্যে ১০টি দল সরাসরি, বাকি ৬টি দল ইউরোপীয় ও আন্তঃমহাদেশীয় প্লে-অফ থেকে নামবে।
দক্ষিণ আমেরিকা, এশিয়া, আফ্রিকা ও ওশেনিয়া অঞ্চলের সরাসরি যোগ্য দলগুলো ইতোমধ্যেই নিশ্চিত। লাতিন আমেরিকা থেকে আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, একুয়েডর, প্যারাগুয়ে ও উরুগুয়ে টিকেট পেয়ে গেছে। এশিয়া অঞ্চল থেকে অস্ট্রেলিয়া, ইরান, জাপান, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান, জর্ডান ও কাতার নিশ্চিত করেছে অংশগ্রহণ। আফ্রিকা অঞ্চলের প্রতিনিধিত্ব করবে আলজেরিয়া, কেপ ভার্দে, মিশর, ঘানা, কোত দি ভোয়া, মরক্কো, সেনেগাল, দক্ষিণ আফ্রিকা ও তিউনিসিয়া। ওশেনিয়া থেকে নিউজিল্যান্ড সরাসরি বিশ্বকাপে খেলবে।
অতীতে আফ্রিকান প্লে-অফ ফাইনালে নাইজেরিয়াকে ৪-৩ গোলে হারিয়ে কঙ্গো আন্তঃমহাদেশীয় প্লে-অফে পৌঁছেছে। এই প্লে-অফ থেকে দুটি দল ২০২৬ বিশ্বকাপে জায়গা করবে।
বিশ্বকাপের স্বাগতিক হিসেবে কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই সরাসরি টিকেট পেয়েছে।
বিডি প্রতিদিন/মুসা