দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা বিএনপির স্থগিত হওয়া সভাপতির পদে পুনর্বহাল হয়েছেন অধ্যক্ষ খুরশিদ আলম মতি।
সোমবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে তার স্থগিতাদেশ প্রত্যাহার করে পুনরায় সভাপতি পদে বহাল করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ নবিউল ইসলাম। পুনর্বহালের খবর ছড়িয়ে পড়লে উপজেলা জুড়ে নেতাকর্মীদের মধ্যে আনন্দের জোয়ার দেখা দেয়।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী বলেন, অধ্যক্ষ খুরশিদ আলম মতি উপজেলা বিএনপির বটবৃক্ষ। তিনি ফিরে আসায় সবাই নতুনভাবে উদ্দীপ্ত হয়েছে।
অধ্যক্ষ খুরশিদ আলম মতি ১৯৭৯ সালে ছাত্রদল থেকে রাজনৈতিক জীবন শুরু করেন। তিনি উপজেলা ছাত্রদল, যুবদল ও বিএনপির বিভিন্ন দায়িত্বে থেকে বহুবার নেতা নির্বাচিত হন। ২০২০ সালের ডিসেম্বরের পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাকে বহিষ্কার করা হয়। পরে ২০২১ সালের অক্টোবরে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলেও কয়েক দিনের মাথায় তার সভাপতি পদ স্থগিত করা হয়েছিল। ২০২২ সালে তিনি জেলা বিএনপির উপদেষ্টা মনোনীত হন। দীর্ঘ অপেক্ষার পর আবারও তিনি ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতি পদে ফিরলেন।
বিডি-প্রতিদিন/মাইনুল