মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ দুজনের মৃত্যুদণ্ডাদেশ ঘোষণার পর বরিশাল নগরীতে মিষ্টি বিতরণ ও রায় কার্যকরের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে।
সোমবার বিকেলে নগরীর সদর রোডে বরিশাল মহানগর ছাত্রদলের পক্ষ থেকে স্থানীয় লোকজনের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। একই সময়ে নগরীর কাকলী হল মোড়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহও মিষ্টি বিতরণ করেন।
এ ছাড়া রায় কার্যকরের দাবিতে বরিশাল জেলা ও মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। সন্ধ্যার পর অশ্বিনী কুমার হলের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে নগরীর বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
কাকলী মোড়ে শ্রমজীবী মানুষের মধ্যে মিষ্টি বিতরণের সময় আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ রায়কে স্বাগত জানিয়ে বলেন, এটি “প্রতীকী বিচার”, এতে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি তৈরি হয়েছে। তাঁর দাবি, বহু মানুষকে “মিথ্যা মামলায়” হয়রানি করা হয়েছে—রায় ঘোষণায় জনগণের মনে “নতুন আশার সঞ্চার” হয়েছে।
মিষ্টি বিতরণের সময় শ্রমজীবী ও সাধারণ মানুষের মধ্যেও উচ্ছ্বাস দেখা যায়। উপস্থিত ব্যক্তিরা রায় ঘোষণাকে স্বস্তিদায়ক বলে মন্তব্য করেন।
অশ্বিনী কুমার হলের সামনে বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনি ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের নেতৃত্বে আরও একটি মিষ্টি বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিড-প্রতিদিন/সুজন