চট্টগ্রামের রাউজান উপজেলায় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী শাহ আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী পুকুর সেচ দিয়ে অস্ত্র উদ্ধার করা হয়েছে। সোমবার ভোর প্রায় ৫টার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পলোয়ানপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভ‚ইয়া জানান, ‘শাহ আলম বহুদিন ধরেই এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ৮টি মামলা রয়েছে। তিনি দুটি হত্যা মামলায়ও সন্দেহভাজন আসামি। সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী একটি পুকুর সেচ দিয়ে চুম্বকের মাধ্যমে একটি বিদেশি পিস্তল, ৮ রাউন্ড গুলি এবং একটি রাইফেল উদ্ধার করা হয়। এই ঘটনায় আলমের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।’
বিডি প্রতিদিন/এএম