বাংলাদেশ প্রতিদিনে সংবাদ প্রকাশের পর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামকে বদলি করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের আজ জারি করা এক প্রজ্ঞাপনে তাকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে যুগ্ম সচিব পদে পদায়ন করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জেতী প্রু স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামকে আগামী ২৩ নভেম্বর ২০২৫ তারিখের মধ্যে বর্তমান কর্মস্থল (চট্টগ্রাম সিটি কর্পোরেশন) থেকে অবমুক্ত হয়ে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় তিনি ওই তারিখ অপরাহ্ণে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
উল্লেখ্য, ১৭ নভেম্বর বাংলাদেশ প্রতিদিনে 'কারসাজির ‘অক্টোপাস’ চসিক নির্বাহী' শীর্ষক সংবাদ প্রকাশিত হয়। সংবাদে তার বিরুদ্ধে ওঠা চসিকের উন্নয়ন প্রকল্পে বাধা, সিন্ডিকেট কারসাজি, অর্থ তছরুপ এবং ক্ষমতার অপব্যবহার করে পছন্দের কর্মকর্তাদের পদোন্নতি পদায়নের অভিযোগ তুলে ধরা হয়।
বিডি প্রতিদিন/এমআই