চট্টগ্রামের সীতাকুণ্ড ও রাউজান থানার হত্যা মামলার দুই পলাতক আসামি আবু তাহের (৪৮) ও মো. শাহাব উদ্দিনকে (৩৪) গ্রেফতার করেছে র্যাব।
গতকাল রবিবার দুপুর ও রাতে পৃথক দুটি অভিযানে তাদের গ্রেফতার করা হয়। সোমবার এ বিষয়ে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাব-৭।
র্যাব জানায়, সীতাকুণ্ড থানার হত্যা মামলার আসামি আবু তাহেরকে রবিবার রাত আটটার দিকে নগরীর বায়েজিদ বোস্তামি থানার আরেফিন নগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার বাসিন্দা। এর আগে দুপুর আড়াইটার দিকে রাউজান থানার চিকদাইর এলাকা থেকে হত্যা ও ডাকাতি মামলার আসামি মো. শাহাব উদ্দিনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার দুজনকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
বিড-প্রতিদিন/সুজন