নেত্রকোনার কলমাকান্দায় মোটরসাইকেল দুর্ঘটনায় মো. শাহীনুর আলম আকন্দ (৪৭) নামের একজন হিসাবরক্ষণ কর্মকর্তা নিহত হয়েছেন। সোমবার সকালে নেত্রকোনা জেলার কলমাকান্দা-ঠাকুরাকোনা সড়কের বামনী এলাকায় ঘটে এই ঘটনা ঘটে।
তিনি কলমাকান্দা উপজেলায় কর্মরত ছিলেন। বাড়ি বাড়ি খালিয়াজুরি উপজেলার মেন্দিপুর ইউনিয়নের সাতগাঁও গ্রামে। তিনি পরিবার নিয়ে নেত্রকোনা জেলা শহরের সাতপাই বসবাস করছিলেন। দায়িত্বশীল, সৎ এবং শান্ত স্বভাবের এ কর্মকর্তা ২০২১ সাল থেকে কলমাকান্দা উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তার দায়িত্ব পালন করে আসছিলেন।
কলমাকান্দা হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার সকালে তিনি প্রতিদিনের ন্যায় মোটরসাইকেল যোগে নেত্রকোনা থেকে কর্মস্থল কলমাকান্দার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে বামনী এলাকায় পৌঁছামাত্রই হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর ঢলে পড়েন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. গোলাম মোর্শেদ তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে উপজেলা প্রশাসনে নেমে এসেছে শোকের ছায়া।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইযুল ওয়াসীমা নাহাত এক শোকবার্তায় বলেন, মো. শাহীনুর আলম আকন্দের মৃত্যুতে উপজেলা প্রশাসনের পরিবার গভীরভাবে শোকাহত। আমরা তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।
বিডি প্রতিদিন/এএম