ডেঙ্গু ও চিকুনগুনিয়ার সংক্রমণ রোধে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নগরজুড়ে পরিচালনা করছে বিশেষ মশা নিধন ক্র্যাশ প্রোগ্রাম। এর অংশ হিসেবে গতকাল নগরের প্রবর্তক মোড় ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আশপাশের এলাকায় মশক নিধন ও পরিষ্কার–পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইফতেখার উদ্দিন চৌধুরী, ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. শরফুল ইসলাম মাহি এবং উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্মা প্রমুখ।
চসিক জানায়, ডেঙ্গুর ঝুঁকি বাড়ায় জনস্বাস্থ্য সুরক্ষায় এই অভিযান জোরদার করা হয়েছে। সকাল থেকে শুরু হওয়া অভিযানে হাসপাতাল এলাকা ও সংলগ্ন সড়কগুলোতে মশার প্রজননস্থল চিহ্নিত করে লার্ভা ধ্বংস, ফগিং, জমে থাকা পানি অপসারণ, ড্রেন-নালা পরিষ্কার ও বর্জ্য অপসারণ করা হয়।প্রতিদিন হাজারো রোগী ও স্বজনের উপস্থিতির কারণে চমেক হাসপাতাল এলাকা দ্রুত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এ কারণে অঞ্চলটি বিশেষ নজরদারিতে রয়েছে।
চসিক আরও জানায়, নগরের ২৫টি ঝুঁকিপূর্ণ এলাকায় একযোগে মশা নিধন কার্যক্রম চলছে। পাশাপাশি লিফলেট বিতরণ, মাইকিং, বাসাবাড়ি ও দোকানে সচেতনতামূলক নির্দেশনা প্রদান এবং বিভিন্ন ওয়ার্ডে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা ও আইন প্রয়োগ কার্যক্রম অব্যাহত রয়েছে। ডেঙ্গুর বিস্তার রোধে এই কার্যক্রম আরও জোরদার করা হবে।
বিড-প্রতিদিন/সুজন