পটুয়াখালীর কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে একই পরিবারের পাঁচজনকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এরা হলেন হাবিব গাজী (৪০), তার স্ত্রী ঝর্ণা (৩৫), মেয়ে হাবিবা জান্নাত (১৮), আশা ইতি (৭) ও সুমাইয়া (৯)।
রবিবার রাতে উপজেলার টিয়াখালী ইউনিয়নের মধ্য টিয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ এ ঘটনায় সন্দেহভাজন এমদাদুল ইসলাম (৫০) নামে একজনকে আটক করেছে। তার বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায়। আটককৃত ব্যক্তিকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে কলাপাড়া থানার এসআই মো. মোফাজ্জল হোসেন জানিয়েছেন।
বিডি প্রতিদিন/হিমেল