শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন স্টুডেন্ট রাইটস ফোরাম-এর উদ্যোগে ফ্রি হেল্থ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) সকাল ১০টায় নতুন সামাজিক বিজ্ঞান ভবনের গ্যালারি রুমে এই হেলথ ক্যাম্প উদ্বোধন করা হয়।
ফ্রি হেল্থ ক্যাম্পে নারী শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবার জন্য রয়েছে গাইনি বিভাগ, ত্বক বিভাগ, মেডিসিন বিভাগ ও নাক-কান গলা বিভাগের বিশেষজ্ঞ ডাক্তারগণ।
এ বিষয়ে স্টুডেন্ট রাইটস ফোরামের সদস্য আফফান বলেন, ‘আমাদের সংগঠনের পক্ষ থেকে একটা অভিনব চিন্তা করেছি শিক্ষার্থীদের স্বার্থে কিছু একটা করার। সেই চিন্তা থেকেই নারী শিক্ষার্থীদের জন্য ফ্রি হেল্থ সেবার আয়োজন করেছি।’
স্টুডেন্ট রাইটস ফোরামের পরিচালক মারুফ বিল্লাহ বলেন, ‘আমাদের এই হেল্থ ক্যাম সকাল ১০টা থেকে শুরু হয়েছে। এখানে ৪ বিভাগের বিশেষজ্ঞ ডাক্তার রয়েছে। এবং সকাল থেকেই নারী শিক্ষার্থীরা স্বতঃস্ফ‚র্তভাবে অংশগ্রহণ করছে। আমরা আমাদের সাধ্য অনুযায়ী স্বাস্থ্যসেবার আয়োজন করেছি। আগামীতেও আমাদের এই কার্যক্রম চলমান থাকবে।’
বিডি প্রতিদিন/হিমেল