পুঁজিবাজারে সূচকের উত্থানের মধ্য দিয়ে সোমবার লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বেড়েছে।
ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসই প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪২ পয়েন্ট বেড়ে চার হাজার ৭৭৪ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ১৫ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক নয় পয়েন্ট বেড়ে যথাক্রমে ১০০০ ও ১৮৬৯ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে ৩৪৮ কোটি পাঁচ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবসের চেয়ে ৫০ কোটি টাকার লেনদেন বেড়েছে। আগের দিন ডিএসইতে ২৯৮ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।
সোমবার ডিএসইতে ৩৭৩টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ৩২২টি কোম্পানির, কমেছে ৩৫টি এবং অপরিবর্তিত রয়েছে ১৬টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৩৬৮ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ১৫৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১শ’টির, কমেছে ৪৫টি এবং অপরিবর্তিত রয়েছে ১১টির কোম্পানির শেয়ার দর।
সোমবার সিএসইতে ১৪ কোটি ছয় লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে প্রায় ১০ কোটি টাকার লেনদেন বেড়েছে। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল চার কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।
বিডি প্রতিদিন/এমআই