ভারতের শীর্ষস্থানীয় নির্মাতা এসএস রাজামৌলি তাঁর নতুন ছবি ‘বারাণসী’র টাইটেল টিজার প্রকাশ করেছেন। আর সেই সাড়ে তিন মিনিটের ভিডিও যেনো এখন কাঁপাচ্ছে পুরা নেটদুনিয়া। মহেশ বাবুর নতুন অবতারকে অনেকেই যুগান্তকারী বলে মন্তব্য করছেন।
শনিবার হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে জাঁকজমকপূর্ণ আয়োজনে টিজার ও ফার্স্ট লুক প্রকাশ করেন রাজামৌলি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির কলাকুশলীসহ সিনে জগতের বহু বিশিষ্ট ব্যক্তি।
ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তেলুগু সুপারস্টার মহেশ বাবু। আর বহু বছর পর ‘বারাণসী’র মাধ্যমে ভারতীয় সিনেমায় ফিরছেন গ্লোবাল আইকন ও দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া। এই ছবিতে তিনি ‘মন্দাকিনী’ চরিত্রে অভিনয় করেছেন।
টিজারে মহেশ বাবুকে দেখা যায় রুদ্র রূপে—রক্তাক্ত, তীব্র চাহনি নিয়ে ত্রিশূল হাতে একটি ষাঁড়ের পিঠে চড়ে ছুটে আসতে। রাজামৌলির ইঙ্গিত অনুযায়ী ছবিটির সঙ্গে রামায়ণের যোগসূত্রও রয়েছে। এছাড়াও টাইটেল টিজারে একটা বিষয় পরিষ্কার যে, এই ছবিটি টাইম ট্রাভেল কনসেপ্ট নিয়ে নির্মিত হচ্ছে। ছবিতে পৃথ্বীরাজ সুকুমারনকে দেখা যাবে ‘কুম্ভ’ চরিত্রে।
টিজার প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তারকাদের প্রতিক্রিয়া। করণ জোহর ইনস্টাগ্রামে লিখেছেন, “এপিক! কেবল রাজামৌলি এবং মহেশ বাবুই এমনটা করতে পারেন।” প্রশান্ত নীল লিখেছেন, “কুর্নিশ জানাই এসএস রাজামৌলি স্যার। মহেশ বাবু আপনাকে অসাধারণ লাগছে।”
চলচ্চিত্র নির্মাতা অনিল রবিপুদি টিজার দেখে মন্তব্য করেছেন, “বাস্তব সময়েই ইতিহাস লেখা হচ্ছে।”
‘বারাণসী’ মুক্তি পেতে পারে ২০২৭ সালের সংক্রান্তিতে। আর প্রথম ঝলক থেকেই পরিষ্কার—রাজামৌলি আবারও বিশ্বমানের একটি সিনেমাটিক অভিজ্ঞতা নিয়ে ফিরছেন।
বিডি প্রতিদিন/আশিক