কিশোরগঞ্জ শহরের স্টেশন রোড এলাকায় গ্রামীণ ব্যাংকের যশোদল শাখায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গত রাতে মুখে মাস্ক পরা একজন ব্যক্তি ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে ব্যাংকের নিচতলায় আগুন ধরিয়ে দেয় বলে জানা গেছে। তবে আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে আগুন নেভাতে সক্ষম হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
ঘটনার বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জ মডেল থানার ওসি, আব্দুল্লাহ আল মামুন জানান, কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত—তা শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে।
এদিকে একই রাতে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সড়কের ওপর গাছ কেটে ফেলায় বেশ কিছুক্ষণ যানবাহন চলাচল বন্ধ থাকে। রবিবার রাত দেড়টার দিকে উপজেলার শ্রীরামদী এলাকায় কয়েকজন যুবক মোটরসাইকেলে এসে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে সড়কের পাশের একটি লিচু গাছ কেটে রাস্তার ওপর ফেলে দেয়। এতে ওই সময় সড়কে চলাচলকারী যানবাহন আটকা পড়ে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছ অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করে দেয়।
বিডি প্রতিদিন/আশিক