মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার এনসিপি নেতা মোস্তাক আহমেদ চৌধুরী (৫৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি কোলা ইউনিয়ন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান সমন্বয়ক এবং কোলা ভিলেজ পার্কের স্বত্বাধিকারী ছিলেন।
পরিবার জানায়, হৃদযন্ত্রে ব্লকজনিত সমস্যায় তিনি দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন। সোমবার (১৭ নভেম্বর) ভোরে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে স্থানীয় এলাকায় গভীর শোক নেমে আসে।
এনসিপির মুন্সীগঞ্জ জেলা যুগ্ম সমন্বয়ক অ্যাডভোকেট মারুক হাসান মন্টি এবং সিরাজদীখান উপজেলার প্রধান সমন্বয়ক আলী নেওয়াজ উজ্জ্বল মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বিডি-প্রতিদিন/মাইনুল