চব্বিশের জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির রায় ঘোষণাকে কেন্দ্র করে শিবচরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে সম্ভাব্য বিশৃঙ্খলা প্রতিরোধে অবস্থান কর্মসূচি পালন করেছে স্থানীয় বিএনপি।
সোমবার (১৭ নভেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক ও শিবচর উপজেলা বিএনপির সদস্য বাসার সিদ্দিকীর নেতৃত্বে উপজেলার পাচ্চর গোল চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
নেতৃবৃন্দ জানান, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই এই অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়। অংশগ্রহণকারীরা মহাসড়কের বিভিন্ন পয়েন্ট পর্যবেক্ষণ করেন এবং যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে স্বেচ্ছাসেবী ভূমিকা পালন করেন।
বিডি-প্রতিদিন/জামশেদ