বিমোহিত বাঁশির সুর, র্যাম্প শো আর সংগীত পরিবেশনায় সম্প্রতি উদযাপিত হয় নিবন্ধিত উদ্যোক্তাদের প্ল্যাটফর্ম ই-ক্লাব ফ্যামিলি নাইটস। যেখানে একে একে জনপ্রিয় গান গেয়ে সবাইকে মাতিয়েছেন দিলশাদ নাহার কনা। তিনি গেয়ে শোনান দুষ্টু কোকিল, কন্যা, ডানা কাটা পরী, ম্যাজিক মামণি, বাউলা কে বানাইল রে, মিলন হবে কত দিনে, ওহে শ্যামসহ জনপ্রিয় সব মিষ্টি-দুষ্টু গান। এদিন রাজধানীর গুলশান সেলেব্রিটি হলে ই-ক্লাবের সদস্য, উদ্যোক্তা ও পরিবারকে নিয়ে এই অনন্য মিলনমেলা ও আনন্দ-উৎসবের আয়োজন করা হয়। এ আয়োজনে অংশ নেন দেশের ৫০০-এরও বেশি নিবন্ধিত সদস্য, স্বনামধন্য ব্যবসায়ী, উদ্যোক্তা, শিল্পী ও খেলোয়াড়রা। অনুষ্ঠানে ফ্যাশন র্যাম্প শো করেন জনপ্রিয় ফ্যাশন ডিরেক্টর বুলবুল টুম্পা ও তার টিম। আয়োজন শেষে অতিথিদের জন্য ঐতিহ্যবাহী মেজবান ডিনারের আয়োজন করা হয়। ই-ক্লাব ফ্যামিলি নাইটসের কনভেনর ফাহমিদা আহমেদ ও কো-কনভেনর আবদুর রহমান নিপু। উল্লেখ্য, নতুন আরেকটি গান নিয়ে হাজির কনা। নাম ‘ভিতর ও বাহিরে’। আবদার রহমানের কথায় গানের কম্পোজিশন করেছেন ফুয়াদ আল মুক্তাদির।