জাফরী আবেদীন একজন গীতিকার, কম্পোজার, সংগীত আয়োজক। দীর্ঘদিন ধরেই হিম উৎসব, টিএসসির গান, কিংবা সোডিয়াম বাতির গান বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকেন্দ্রিক শোগুলোতে জাফরী আবেদীন এক প্রিয় পরিচিত মুখ। বেজিস্ট হিসেবে সহজিয়া, হাবিব ওয়াহিদ, দ্য রোভারের সঙ্গে কাজ করছেন এবং নিয়মিত ঢাকায় ও দেশজুড়ে স্টেজ শেয়ার করছেন তিনি। তার রয়েছে দু-দুটি সোলো অ্যালবাম। এর মধ্যে প্রথম অ্যালবাম ‘এলোমেলো’ বাজারে এসেছিল ২০২০ সালে, আর দ্বিতীয় অ্যালবাম ‘সবাই সুন্দর’ আসছে আগামী বছরের শুরুর দিকে। ‘সবাই সুন্দর’ প্রসঙ্গে জাফরী আবেদীন জানান, ‘অ্যালবামটি মূলত বাচ্চাদের জন্য। পৃথিবীতে মানুষে মানুষে যে দূরত্ব, ভালোবাসার অভাব, সেটা শুধু শিশুরা আর নির্বাক প্রাণীরাই বোঝে। তাদের চোখে ‘সবাই সুন্দর’। সেই ইনোসেন্সকেই সেলিব্রেট করতে চেয়েছি এই অ্যালবামে।’ জাফরী আবেদীনের কথা ও সুরে ‘সবাই সুন্দর’ সাজানো হয়েছে ১৪টি গান নিয়ে। জাফরীর গান ইউটিউব ছাড়াও Gaan, BL Vibe, Robi Splash, Shadhin Music, GP Music প্ল্যাটফর্মগুলোতে পাওয়া যায়।