চোরাচালানকারীদের একটি চক্র ধরতে গিয়ে ফেঁসে যান মোস্তফা। তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে তাকে বরখাস্ত করা হয়। ওই মিথ্যা মামলায় এক বছরের কারাবাস হয় মোস্তফার। তখন তার ছেলের দায়িত্ব নেয় তার শ্বশুর। এদিকে মোস্তফার সঙ্গে আইসেগুল নামের এক সুন্দরী ডাক্তারের প্রেমের সম্পর্ক তৈরি হয়। ঘটনাক্রমে একদিন মোস্তফা জানতে পারেন আইসেগুল শহরের সব থেকে বড় গডফাদার বাহরির মেয়ে।
বাবা-ছেলের গল্প আবার নতুন করে প্রেমে পড়া, প্রেম আবার গডফাদারের সঙ্গে দ্বন্দ্ব। এভাবেই এগিয়ে যায় আরটিভিতে প্রচারিত ২৫০ পর্বের জনপ্রিয় তুর্কি ধারাবাহিক মোস্তফার গল্প। যেখানে মোস্তফা কারায়েল চরিত্রে অভিনয় করেছেন ইলকের কালেলি।
অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন বুরসিন তেরজিওগুল, মুসা উজুনলার প্রমুখ। প্রতি রবি থেকে বুধবার রাত ৮:১০টায় দর্শকপ্রিয় এই ধারাবাহিকটি প্রচার করা হচ্ছে।