আন্তর্জাতিক সংগঠন জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মাওলানা ফজলুর রহমান বলেছেন, বাংলাদেশ ভৌগোলিকভাবে স্বাধীন ও পৃথক রাষ্ট্র হলেও আমাদের আত্মিক বন্ধন এখনো অটুট রয়েছে। তিনি বলেন, মানুষের প্রথম ও মৌলিক অধিকার হচ্ছে স্বাধীনতা। ভারত উপমহাদেশের স্বাধীনতার জন্য অসংখ্য আলেম তাদের জীবন উৎসর্গ করেছেন। পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হোক এটাই আমাদের কামনা। গতকাল রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ভারতের দারুল উলুম দেওবন্দের প্রধান পৃষ্ঠপোষক ও জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা সাইয়েদ আস‘আদ মাদানির জীবন ও কর্মবিষয়ক আলোচনা সভা ‘আন্তর্জাতিক ফিদায়ে মিল্লাত কনফারেন্সে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুহতামিম মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া ও হাফেজ মাওলানা মাসরুর আহমদ প্রমুখ।
সম্মেলনটি যৌথভাবে পরিচালনা করেন মুফতি ইমরানুল বারী সিরাজী, মুফতি নাছির উদ্দিন খান, মুফতি জাবের কাসেমী এবং মাওলানা সাইফুদ্দিন ইউছুফ ফাহিম।