বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বিএনপি রেইনবো সরকার গঠন করবে। রেইনবো সরকার হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ। যেখানে মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মারমা, মুরাল, সাঁওতাল চাকমা ও আদিবাসী সবাই থাকবে। সবমিলিয়ে হবে বাংলাদেশি জাতীয়তাবাদ। জিয়াউর রহমান সেই রেইনবো সরকারের স্বপ্ন দেখেছেন। আমাদের মধ্যে কোনো সাম্প্রদায়িক বিদ্বেষ থাকবে না। কোন দাঙ্গা-হাঙ্গামা থাকবে না। নারী-পুুরুষের কোনো বিভাজন থাকবে না। রেইনবো সরকারের মাধ্যমে এটাই আমরা নিশ্চিত করব। গতকাল সকালে সিরাজগঞ্জ সরকারি কলেজ অডিটোরিয়ামে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে বিএনপির ৩১ দফা নিয়ে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বিএনপির পররাষ্ট্রনীতি হবে সবার সঙ্গে বন্ধুত্ব। কারও সঙ্গে শত্রুতা নয়। আমাদের বন্ধু থাকবে কিন্তু কোনো প্রভু থাকবে না। আমরা বলব না ভারতকে যা দিয়েছি ভারত সারাজীবন মনে রাখবে। হাসিনা তো ভারতকে বাংলাদেশকে দিয়েছিল।