ঘরের মাঠে আর্চারিতে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই চলছে। অথচ পদক তালিকায় বাংলাদেশের কোনো নাম নেই। আগের দিনই কম্পাউন্ড মিক্সড ডাবলস ইভেন্টে স্বাগতিকরা ফাইনালে উঠে পদক নিশ্চিত করেছিল। আশা ছিল সোনাতেই আসবে প্রথম পদক। তা আর হলো না, হিমু বাছাড় ও বন্যা হেরে রৌপ্যতে সন্তুষ্ট থাকলেন। আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ভারতের অভিষেক ভার্ষা ও দীপ শিখার জুটির কাছে হেরে যান তারা। প্রথম সেটেই মূলত বাংলাদেশ পিছিয়ে যায়। হিমু ও বন্যা ৪০-এর মধ্যে ৩৫ স্কোর করেন। অন্যদিকে অভিষেক ও দীপের স্কোর ৩৯। পরের দুই সেটে বাংলাদেশ ৩৯ আর ভারত ৩৮ করে। চতুর্থ ও শেষ সেটে সমতা হওয়ায় ভারতের সোনা নিশ্চিত হয়ে যায়। ৩৮-৩৮ সমতা হয়। এতে ভারতের ১৫৩ ও বাংলাদেশের ১৫১ পয়েন্ট দাঁড়ায়।
রৌপ্য পেয়ে বন্যা বলেন, ‘চেষ্টা করেছি সোনা জিততে। পারেনি, আসলে এখানে ভাগ্যও লাগে। প্রথম হলে খুশি হতাম। দেশকে সাফল্য এনে দিতে পারতাম। রৌপ্য দিয়েই চ্যাম্পিয়নশিপে প্রথম পদকের তালিকায় নাম লেখালাম। সামনে আরও ভালো করার চেষ্টা থাকবে।’ হিমু বলেন, ‘সোনা জেতাটার আনন্দই আলাদা। না পারায় খারাপ লাগছে। তবে কমাউন্ডে এশিয়া আর্চারিতে প্রথম পদক এলো। সামনের দিকে তাকাতে হবে। ভুল শুধরিয়ে ভালো করার চেষ্টা থাকবে।’ মিক্সড ডাবলসে রৌপ্য জেতার দিনই আরেকটি পদক এসেছে বাংলাদেশের। তবে তা তামা। কম্পাউন্ড নারী এককে বাংলাদেশকে পদক এনে দিয়েছেন কুলসুম আক্তার মণি। একই ইভেন্টে তিনিই বাংলাদেশের একমাত্র প্রতিনিধি ছিলেন। গতকাল কুলসুম সেমিফাইনালে হেরে যান ভারতের প্রদীপ বৃথিকার কাছে। পাঁচ সেটের মধ্যে চার সেটেই দুজনের সমান স্কোর ছিল। তৃতীয় সেটে বৃথিকা ৩০ আর কুলসুম ২৯ স্কোর গড়েন। এই এক পয়েন্টেই হেরে যান তিনি।
