সময়টা বেশ ভালোই কাটছে অভিনেত্রী-মডেল সাদিয়া প্রভার। সম্প্রতি প্রভার সামাজিক মাধ্যম দেখে জানা গেছে, তিনি এখন সমুদ্রবিলাসে মগ্ন। সদ্যই স্কুবা ডাইভিংয়ের ছবি দিয়েছেন তিনি; সুইমস্যুট পরে সমুদ্রের তলদেশে ঘুরে বেড়াতে দেখা যায় তাকে। এরপর ফের একগুচ্ছ নতুন ছবি প্রকাশ করেছেন, যা ভক্তদের নজর কাড়ে। ছবিতে দেখা যায়, হালকা নীল রঙের একটি পোশাকে বিলাসবহুল নৌকায় বসে আছেন তিনি। ঐতিহ্যবাহী কাঠের নৌকাটি ফুল এবং ফলের ঝুড়ি দিয়ে সাজানো। চারপাশের নীল সমুদ্র এবং খাড়া পাহাড়ের দৃশ্য ছবিগুলোকে আরও আকর্ষণীয় করে তুলেছে। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তোলা ছবিগুলোতে প্রভাকে বেশ হাস্যোজ্জ্বল দেখায়। তবে ছবির ক্যাপশনে প্রভা তার সমালোচকদের উদ্দেশে একটি ব্যঙ্গাত্মক বার্তা দিয়েছেন। লিখেছেন, ‘আমি দেখছি আমার সমালোচকরা অতিরিক্ত কাজ করছে। আমার সাক্ষাৎকার, আমার ভ্রমণ, আমার হাসি- সবকিছুই তারা অনুসরণ করছে। চিন্তা কর না, প্রভার এই শো-তে তোমাদের বিনামূল্যে সাবস্ক্রিপশন এখনো চালু আছে! নাটক উপভোগ কর।’
যদিও প্রভা নির্দিষ্ট করে জানাননি কোথায় অবস্থান করছেন।