সাম্প্রতিক সময়ে অভিনেত্রী তামান্না ভাটিয়া আলোচনায় রয়েছেন তার শারীরিক পরিবর্তন ও নতুন লুক নিয়ে। কেউ কেউ প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন, আবার কেউ অভিযোগ তুলেছেন তিনি নাকি ওজন কমাতে ওজেম্পিক ব্যবহার করেছেন। ওজেম্পিক হলো ডায়াবেটিস ও ওজন নিয়ন্ত্রণের একটি ইনজেকশন বা ওষুধ, যা সাধারণত টাইপ-২ ডায়াবেটিস রোগীদের রক্তে শর্করার মাত্রা কমাতে ব্যবহার করা হয়। তবে সাম্প্রতিক সময়ে এটি ওজন কমানোর উদ্দেশ্যে অনেকেই ব্যবহার করছেন, যদিও সেই ব্যবহার সবসময় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নয়। কিন্তু অভিনেত্রী এবার নিজেই মুখ খুললেন এই গুঞ্জনের বিরুদ্ধে, জানালেন সত্যিটা এবং বললেন কেন তিনি কখনো ‘গ্লোবাল বিউটি স্ট্যান্ডার্ড’-এর সঙ্গে নিজেকে মানিয়ে নিতে চান না। তামান্না বলেন, ‘আমি ১৫ বছর বয়স থেকে ক্যামেরার সামনে কাজ করছি। মানুষ আমাকে পর্দায় বড় হতে দেখেছে, তাই আমার লুকিয়ে রাখার কিছু নেই। বিশের দশকের শেষ পর্যন্ত আমি ছিলাম স্বাভাবিকভাবেই পাতলা শরীরের অধিকারী। এটাই আমার প্রকৃত গঠন।