রাজধানীর সূত্রাপুরের শ্যামবাজার এলাকায় র্যাব–১০ এর ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ৫০ টন নিষিদ্ধ কেমিক্যাল জব্দ করা হয়েছে। এ সময় ছয়জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয় এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।
মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে র্যাব–১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি বলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ মোহাম্মদ হেলাল উদ্দিনের নেতৃত্বে র্যাব–১০ যৌথভাবে অভিযান পরিচালনা করে। বিএসটিআই অনুমোদন ছাড়া ও নিষিদ্ধ কেমিক্যাল বিক্রির দায়ে শ্যামবাজার এলাকার এস. কে. ট্রেডার্স নামের প্রতিষ্ঠানের তিন কর্মচারীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও তিন হাজার টাকা জরিমানা এবং অপর তিনজনকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
র্যাব জানায়, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে নিষিদ্ধ কেমিক্যাল বিক্রি করে আসছিল। জনস্বার্থে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানায় র্যাব।
বিডি-প্রতিদিন/সুজন