বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াতকে উদ্দেশ করে বলেছেন, আপনারা ভোটকে এত ভয় পাচ্ছেন কেন? আপনারা জানেন, ভোট হলে আপনাদের অস্তিত্ব থাকবে না। গতকাল দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নের কে কে বাড়ী লক্ষ্মীরহাট উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
অন্তর্র্বর্তী সরকারের উদ্দেশে ফখরুল বলেন, দীর্ঘ ৯ মাস সংস্কারের নামে সব দলগুলোর সঙ্গে যে কথা বললেন, অনেকগুলো বিষয়ে একমত হলেন। এখন তার বাইরে যদি গায়ের জোরে কোনো কিছু করতে চান, তাহলে সব দায় দায়িত্ব সরকারকে নিতে হবে।
ফখরুল আরও বলেন, আজকে একটি দল বলে বেড়াচ্ছে তারাই নাকি একমাত্র সৎ দল। তারা বেহেশতের টিকিটও বিক্রি করে বেড়াচ্ছেন। কেউ কেউ বলছেন, জামায়াতে ইসলামীতে ভোট দিলে বেহেশত যেতে পারবে, নয়তো পারবে না। আমি বলতে চাই, যারা এসব মুনাফিকি কাজ করতেছে তাদের থেকে আমাদের সাবধান থাকতে হবে।
নতুন রাজনৈতিক দল এনসিপি প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, এলাকায় একজনও এনসিপি নেই। সে কারণে তারা জামায়াতের সঙ্গে সুর মেলায়। তারা পিআর চায়, জনগণ পিআর বোঝে না। এসবের কারণে ভোট পেছানো যায় কি না? এ সময় জেলা ও উপজেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।