রাজধানীর বিজয় সরণিতে কলমিলতা বাজারের ক্ষতিপূরণ আদায় এবং মিরপুর ভাসানটেক বস্তি পুনর্বাসন প্রকল্প বাস্তবায়ন চুক্তি বাতিল আদেশ প্রত্যাহারের দাবিতে শহীদ মুত্তিযোদ্ধা পরিবারের সদস্যরা ও বস্তিবাসীরা টানা তিন মাস ধরে কর্মসূচি পালন করছেন। কিন্তু দাবি আদায় না হওয়ায় আন্দোলনকারীরা এবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে পদত্যাগ দাবি করেছেন। গতকাল রাজধানীর তেজকুনিপাড়া বস্তি পুনর্বাসন ও শহীদ পরিবারের ক্ষতিপূরণ আদায় সংগ্রাম পরিষদের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আন্দোলনকারীরা এ আহ্বান জানান পরিষদের আহ্বায়ক মো. আবদুর রহিম। তিনি বলেন, ঢাকার সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে আজকের সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ স্থগিত করা হয়েছে। তবে রাজধানীসহ সারাদেশে ছোট ছোট পরিবেশ পূর্বঘোষিত আজকের কর্মসূচি পালিত হবে। আবদুর রহিম বলেন, অবিলম্বে আমাদের দাবি দুটি মেনে নিন, আর যদি দাবি মেনে না নেন তাহলে আপনি স্বেচ্ছায় পদত্যাগ করুন।