অনুদানবিহীন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের বেতনভাতার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের এমন আশ্বাসে আমরণ অনশন থেকে সরে এসেছেন মাদ্রাসাশিক্ষকরা। তবে লাগাতার অবস্থান কর্মসূচি চলমান থাকবে। গতকাল ইবতেদায়ি শিক্ষক নেতারা সাংবাদিকদের এ তথ্য জানান। এর আগে ২১ সদস্যের প্রতিনিধিদল শিক্ষা মন্ত্রণালয়ে যান। সেখানে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতের পর ইবতেদায়ি শিক্ষকরা জানিয়েছেন, শিগগিরই অনুদানবিহীন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের বেতন-ভাতার সিদ্ধান্ত গ্রহণ করার আশ্বাসে অনশন কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে কিন্তু লাগাতার অবস্থান কর্মসূচি চলমান থাকবে। জাতীয় প্রেস ক্লাবের সামনে সোমবার থেকে ‘স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির ব্যানারে অনশন কর্মসূচি চলছে। জাতীয়করণের দাবিতে তারা আমরণ অনশন শুরু করেছিলেন। পরে শিক্ষা মন্ত্রণালয়ের ডাকে সচিবালয়ে যান ২১ সদস্যের প্রতিনিধিদল। সেখান থেকে আমরণ অনশন প্রত্যাহারের ঘোষণা আসে। প্রায় এক মাসের বেশি সময় ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন স্বতন্ত্র ইবতেদায়ি শিক্ষকরা।
এদিকে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্ত করতে তালিকা চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। প্রথম পর্যায়ে শর্ত পূরণ করা মাদ্রাসার তালিকা আগামী ১৫ দিনের মধ্যে বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে পাঠাতে বলা হয়েছে।
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উপসচিব (মাদ্রাসা-১) মো. রাহাত মান্নান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তালিকা পাঠানোর নির্দেশনা দেওয়া হয়।