সিডনিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘ওয়াসিডিয়ানস অ্যাসোসিয়েশন (ওপা) এএনজেড–ওশেনিয়া’-এর প্রথম পুনর্মিলনী। গত শনিবার (৮ নভেম্বর) দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিভিন্ন শহর থেকে প্রায় ৩৫ জন প্রাক্তন ওয়াসিডিয়ান অংশ নেন।
রেড রাজ ফাংশন সেন্টারে অনুষ্ঠিত এই পুনর্মিলনী প্রাক্তন সহপাঠীদের এক আবেগঘন মিলনমেলায় পরিণত হয়। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ওয়াসিডস স্কুল ও কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা অতীত স্মৃতি, সাফল্য ও বন্ধুত্বের বন্ধনে কাটান এক স্মরণীয় দিন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন ওপা বাংলাদেশ-এর সভাপতি ও সাবেক শিক্ষক আমানত হোসেন। স্বাগত বক্তব্যে সেনাজৎ দিদার (জিন), ওপা এএনজেড–ওশেনিয়া পুনর্মিলনী ২০২৫-এর সংগঠন কমিটির পক্ষ থেকে আগত অতিথি ও সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সফল আয়োজনের জন্য সবাইকে ধন্যবাদ জানান।
পুনর্মিলনীতে প্রাক্তন শিক্ষার্থীরা ছাত্রজীবনের স্মৃতি, অভিজ্ঞতা ও ছবি ভাগাভাগি করেন। হাসি-আনন্দে মুখর এই মিলনমেলায় উপস্থিত ছিলেন বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত ওয়াসিডিয়ানরা।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সাংস্কৃতিক পর্ব। প্রাক্তন শিক্ষার্থীদের পরিবেশনায় সংগীত, কবিতা ও নৃত্য মনোমুগ্ধকর আবহ তৈরি করে। হেডলাইন পারফর্মার হিসেবে মেলবোর্নের শিল্পী আদিলা নূর তার সুমধুর কণ্ঠে একাধিক জনপ্রিয় গান পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আবরার চৌধুরী, যিনি ওপা এএনজেড–ওশেনিয়া সংগঠন কমিটির সক্রিয় সদস্য। তিনি ধন্যবাদ জ্ঞাপন শেষে আগামী বছর আরও বৃহত্তর পরিসরে পুনর্মিলনী আয়োজনের পরিকল্পনার কথা জানান এবং সামাজিক কর্মকাণ্ডে ওপা নেটওয়ার্ককে আরও সক্রিয় করার প্রত্যয় ব্যক্ত করেন।
দিনটি শেষ হয় সম্মিলিত ছবি তোলা ও সৌহার্দ্যপূর্ণ আড্ডার মধ্য দিয়ে। সিডনিতে অনুষ্ঠিত এই প্রথম পুনর্মিলনী ওয়াসিডিয়ানদের মধ্যে সম্পর্কের নতুন অধ্যায় সূচনা করেছে, যা ভবিষ্যতে তাদের বন্ধনকে আরও দৃঢ় করবে।
বিডি-প্রতিদিন/জামশেদ