এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় এনসিপির নেতাকর্মীরা পাঁচজনকে আটক করেছেন। সোমবার রাত সাড়ে ১১টা নাগাদ এ ঘটনা ঘটে। এরপর দলের নেতাকর্মীরা অফিসের সামনে জড়ো হয়ে মিছিল করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুজন বাইকে করে এনসিপির কার্যালয়ের সামনে আসেন। তারা একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। ওপর ককটেলটি বিস্ফোরণ ঘটাতে পারেনি। এরমধ্যেই এনসিপির কর্মীরা ধাওয়া দিলে একজন পালিয়ে যান। তবে অন্যজন তাদের হাতে আটক হন এবং মারধরের শিকার হন। পরে পুলিশ তাকে আটক করে সরিয়ে নেয়।
এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন এক বার্তায় গণমাধ্যমকে জানান, বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনে রাত ১১টায় ককটেল বিস্ফোরণ হয়েছে। এ সময় ৫টি ককটেল মারা হয়। এর মধ্যে ১টি বিস্ফোরিত হয়নি।
ককটেল মেরে মোটর সাইকেলযোগে পালানোর সময় নিক্ষেপকারী দুইজনকে ধাওয়া দিয়ে আটক করে এনসিপির নেতাকর্মীরা। এছাড়া সন্দেহভাজন তিনজনসহ মোট ৫ জনকে আটক করেছে তারা। সবাইকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল