বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম বলেছেন, এমপি হলেও আছি, না হলেও আপনাদের পাশে আছি।
রবিবার (৯ নভেম্বর) বিকেলে বাগেরহাটের রামপালের ভাগার মোড়ের বালুর মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শামীমুর রহমান বলেন, আমার রাজনীতির ৪০ বছরে আমি সাতবার জেল খেটেছি, তিনবার গুলিবিদ্ধ হয়েছি, ৩৬ বার রিমান্ডের শিকার হয়েছি। দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার আজ হরণ করা হয়েছে। এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করতে হবে।
রামপাল উপজেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ নির্বাচনী জনসভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাবু, সাংগঠনিক সম্পাদক মো. আল-আমিন হাওলাদারসহ স্থানীয় নেতাকর্মীরা।
মোংলা, রামপাল ও ফকিরহাট উপজেলার বিএনপি ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী জনসভায় অংশ নেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ