ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর রাজ্যে স্বায়ত্তশাসন ফেরানোর শর্তে, ২০২৪ সালে বিজেপির সঙ্গে জোট গঠনের প্রস্তাব দিয়েছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। রজ্যের আইনসভার বিরোধীদলীয় নেতা ও বিজেপির সদস্য সুনীল শর্মা সম্প্রতি এমন অভিযোগ তোলেন।
তবে, এ দাবি সম্পূর্ণ অস্বীকার করেছেন ওমর। তিনি বলেছেন, পবিত্র কোরআনের শপথ করে বলছি, ২০২৪ সালে রাজ্যের স্বায়ত্তশাসন ফেরানোর জন্য কিংবা অন্য কোনো কারণে আমি বিজেপির সঙ্গে জোট করতে চাইনি।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে মুখ্যমন্ত্রী আরও বলেন, জীবিকা নির্বাহের জন্য আমি মিথ্যা বলি না।
সোমবার রাজ্যের বুদগামে বিজেপি প্রার্থী সৈয়দ মোহসিনের পক্ষে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেন সুনীল শর্মা। এ সময় তিনি ওমর আবদুল্লাহকে উদ্দেশ করে বলেন, প্রকাশ্যে স্বীকার করুন যে দিল্লির সঙ্গে আপনার কোনো গোপন চুক্তি নেই। শর্মা দাবি করেন, ২০১৪ সালের বিধানসভা নির্বাচনের পরও আবদুল্লাহ বিজেপির সঙ্গে জোট করার চেষ্টা করেছিলেন।
তিনি আরও অভিযোগ করেন, ন্যাশনাল কংগ্রেস কাশ্মীরে বিজেপির উত্থান রোধে করার জন্য প্রতারণার আশ্রয় নিয়েচে। পরিবর্তনের ঢেউ আটকাতে নানা প্রচেষ্টা চালাচ্ছেন। কিন্তু মানুষ তাদের দ্বিমুখী রাজনীতি দেখে ফেলেছে।
ওমর এই অভিযোগ অস্বীকার করেছেন, জানিয়ে দিলেন, বিজেপিকে সরকারের অংশ করলে রাজ্যের স্বায়ত্তশাসন পুনঃপ্রতিষ্ঠা আরও দ্রুত হতো। কিন্তু তার দল ন্যাশনাল কংগ্রেসের নেতৃত্ব সবসময় এমন প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।
সূত্র: ইকোনমিক টাইমস
বিডি-প্রতিদিন/এমই