চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান নির্বাচনী গণসংযোগ করেছেন।
রবিবার বিকাল থেকে গভীর রাত পর্যন্ত তিনি আলমডাঙ্গা উপজেলার আইলহাঁস ইউনিয়নের বিভিন্ন গ্রামে প্রচারণা চালান। এ সময় তিনি সাধারণ মানুষ ও নেতাকর্মীদের খোঁজ-খবর নেন।
শরীফুজ্জামান শরীফ বলেন, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য। কোনো অবাস্তব প্রতিশ্রুতি দিতে নয়, এসেছি পরিবর্তনের পরিকল্পনা নিয়ে।
তিনি আরও বলেন, বিএনপির ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কার রূপরেখা জনগণের জীবনমান উন্নয়নের একটি বাস্তব পরিকল্পনা। আমরা চাই, কৃষক যেন তার ফসলের ন্যায্যমূল্য পায়, তরুণরা যেন চাকরির সুযোগ পায়, পরিবারগুলো যেন নিরাপদ থাকে। এসময় তিনি সবসময় জনগণের পাশে থাকার আশ্বাস দেন।
গণসংযোগে আলমডাঙ্গা উপজেলার টাকপাড়া গ্রাম থেকে ঘোলদাড়ি বাজার, পাইকপাড়া, শিশিরদাড়ি ও বাগুনদোহা এলাকায় স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও কর্মীদের সঙ্গে দেখা করেন।
এসময় আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আখতার হোসেন জোয়ার্দার, সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, আইলহাঁস ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান মিনহাজ উদ্দিন বিশ্বাস, সাধারণ সম্পাদক হারুন অর রশিদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/এমই