বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দিন যতই ঘনিয়ে আসছে, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র ততই বাড়ছে। বাংলাদেশের কিছু রাজনৈতিক দল, প্রতিবেশী রাষ্ট্র এবং সেই দেশে বসবাসরত বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া ফ্যাসীবাদীরাও এই ষড়যন্ত্রে লিপ্ত।
রবিবার বিকালে নাটোরের নলডাঙ্গা উপজেলার দূর্লভপুর গ্রামে স্থানীয় বিএনপি আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্থানীয় বিএনপি নেতা জহুরুল ইসলাম ভুট্টুর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন— রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সহধর্মিণী ছাবিনা ইয়াসমিন ছবি, নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন, সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, নাসিম উদ্দিন নাসিম, নলডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন ও শ্রমিক নেতা শরিফুল ইসলাম বুলবুল প্রমুখ।
সমাবেশে দুলু বলেন, দেশের মানুষ একটি নিরপেক্ষ ও সুন্দর নির্বাচনের জন্য অপেক্ষা করছে। এখন কেউ ভোটের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে অথবা ভোট পিছানোর জন্য টালবাহানা করলে জাতি তাদের ক্ষমা করবে না।
তিনি বলেন, দেশের প্রয়োজনেই দ্রুত একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে দেশের দায়িত্বভার হস্তান্তর হওয়া এখন সময়ের দাবি। দীর্ঘদিন অনির্বাচিত সরকারের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা থাকা কোনো দেশের জন্যই কল্যাণকর নয়।
তিনি আরও বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা ফেসবুকের মাধ্যমে জাতিকে হুমকি দিয়ে যাচ্ছে। তাদের এসব হুমকি-ধামকিতে এদেশের মানুষ ভয় পায় না। তাদের যেকোনো ষড়যন্ত্র মোকাবিলার জন্য দেশের ফ্যাসীবাদী শক্তি প্রস্তুত রয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল