গাজার ভেতর থেকে সকল বন্দির মরদেহ উদ্ধার এবং শেষ সুড়ঙ্গ ধ্বংস না হওয়া পর্যন্ত ইসরায়েলের অভিযান চলবে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল ক্যাটজ। খবর আল জাজিরার।
শনিবার এক বিবৃতিতে তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত শেষ মরদেহ ফেরত না আসে এবং শেষ সুড়ঙ্গ ধ্বংস না হয়, ততক্ষণ ইসরায়েল তার অভিযান চালিয়ে যাবে।
যখন গাজার দক্ষিণাঞ্চলে ফিলিস্তিনিদের ঘরবাড়ি ও স্থাপনা ধ্বংসের পাশাপাশি বিভিন্ন এলাকায় নতুন করে বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী, তখন এই মন্তব্য করলেন তিনি।
গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, গত মাসে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় ইতোমধ্যে ২৪০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংস্থা জানিয়েছে, পরিস্থিতি ক্রমেই আরও উত্তপ্ত হয়ে উঠছে এবং মানবিক সহায়তা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/মুসা