কুড়িগ্রামে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে পঠন কার্যক্রমে সহায়তা করতে শিক্ষার্থীদের জন্য পাঠাগারের উদ্বোধন করা হয়েছে।
শনিবার দুপুরে জেলার ফুলবাড়ীতে পানিমাছকুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পিইডিপি প্রকল্পের অতিরিক্ত মহাপরিচালক আতিকুর রহমান প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন।
এসময় প্রকল্পের কান্ট্রি ডিরেক্টর রাখি সরকার, কুড়িগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায়সহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং শিক্ষক শিক্ষথীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আরাফাত