শেষ মুহূর্তের নাটকীয়তায় জমে উঠেছিল টটেনহ্যাম হটস্পার ও ম্যানচেস্টার ইউনাইটেডের প্রিমিয়ার লিগ লড়াই। অধিকাংশ সময় এগিয়ে থেকেও সাত মিনিটে দুই গোল হজম করে হারার শঙ্কায় পড়ে ইউনাইটেড। তবে একেবারে যোগ করা সময়ে মাটাইস ডি লিখটের গোলেই মূল্যবান এক পয়েন্ট তুলে নেয় হুবেন অ্যামুরির দল।
শনিবার টটেনহ্যামের মাঠে হওয়া প্রিমিয়ার লিগের এই ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। এতে লিগে টানা পাঁচ ম্যাচ অপরাজিত থাকল ইউনাইটেড।
প্রথমার্ধে গোল পায় অতিথিরা। ৩২তম মিনিটে ডান দিক থেকে আমাদ দিয়ালোর নিখুঁত ক্রসে হেডে গোল করেন ব্রায়ান এমবুমো। ক্যামেরুনের এই ফরোয়ার্ডের এটি চলতি মৌসুমে ইউনাইটেডের জার্সিতে পঞ্চম গোল।
বিরতির পর ম্যাচের নিয়ন্ত্রণ নেয় টটেনহ্যাম। ৮৪তম মিনিটে ডেস্টিনি উডোগির পাস থেকে মাথিয়াস তেলের শটে সমতা ফেরায় স্বাগতিকরা। দুই মিনিট পরই রিশার্লিসনের হেডে এগিয়ে যায় স্পার্স, তখন মনে হচ্ছিল জয় তাদের হাতের মুঠোয়।
কিন্তু নাটকীয়তা তখনও বাকি ছিল। যোগ করা সময়ের শেষ মিনিটে ব্রুনো ফের্নান্দেসের কর্নার থেকে হেডে গোল করেন ডি লিখট। গোললাইন প্রযুক্তিতে দেখা যায়, বল গোললাইন অতিক্রম করেছে—আর তাতেই হার এড়িয়ে স্বস্তির ড্র নিয়ে মাঠ ছাড়ে ইউনাইটেড।
সব প্রতিযোগিতা মিলিয়ে টটেনহ্যামের বিপক্ষে আগের চার ম্যাচেই হেরেছিল ইউনাইটেড। এবার সেই ধারা ভেঙে পয়েন্ট ভাগাভাগি করে তারা।
১১ রাউন্ড শেষে দুটি দলই সমান ১৮ পয়েন্ট নিয়ে যথাক্রমে টটেনহ্যাম তৃতীয় ও ম্যানচেস্টার ইউনাইটেড সপ্তম স্থানে রয়েছে।
বিডি প্রতিদিন/মুসা