নির্বাচন কমিশনের চূড়ান্ত অনুমোদনপ্রাপ্ত নির্বাচন পর্যবেক্ষক সংগঠনগুলোর সমন্বিত প্লাটফর্ম ‘ইলেকশন অবজারভার সোসাইটি’র (ইওএস) আত্মপ্রকাশ হয়েছে। ইকবাল হোসেন হীরাকে সভাপতি, মহিউদ্দিনকে সাধারণ সম্পাদক ও শহীদুল ইসলামকে প্রধান সমন্বয়ক করে এই সংস্থার একটি কমিটি গঠন করা হয়েছে।
শনিবার দুপুরের দিকে সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে নির্বাচনী পরিকল্পনাবিষয়ক আলোচনা সভা ও সংবাদ সম্মেলনে ইওএস'র আত্মপ্রকাশ হয়।
হিউম্যান রিসোর্স কনসালটেন্ট ড. আনোয়ারুজ্জামানের সভাপতিত্বে ও সাইদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে মূল বক্তব্য উত্থাপন করেন ইলেকশন অবজারভার সোসাইটির নবনির্বাচিত সভাপতি ইকবাল হোসেন হীরা।
ইকবাল হোসেন হীরা বলেন, ইলেকশন অবজারভার সোসাইটি দেশে একটি নিরপেক্ষ, পেশাদার ও প্রযুক্তিনির্ভর নির্বাচন পর্যবেক্ষণ নেটওয়ার্ক গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ, যা জাতীয় ও স্থানীয় নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়া আরও শক্তিশালী করবে।
তিনি আরও বলেন, এবারের নির্বাচনে আমরা উল্লেখযোগ্য পরিমাণ ইমাম, খতিব, সনাতন ধর্মাবলম্বী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ সমাজের সব স্টেকহোল্ডারকে নির্বাচন পর্যবেক্ষক হিসেবে অন্তর্ভুক্ত করবো।
এ সময় বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তারা মাঠপর্যায়ে দক্ষ ও প্রশিক্ষিত পর্যবেক্ষক দল গঠন করছেন। যারা প্রতিটি নির্বাচনী এলাকার ভোটগ্রহণ প্রক্রিয়া, নিরাপত্তা পরিস্থিতি ও ভোটার অংশগ্রহণ মূল্যায়নে কাজ করবেন।
বিডি প্রতিদিন/জুনাইদ